Beta
বুধবার, ৮ মে, ২০২৪
Beta
বুধবার, ৮ মে, ২০২৪

বরিশালকে বড় লক্ষ্য দিতে পারেনি কুমিল্লা

ফাইনালে রান খরা ছিল কুমিল্লার ব্যাটারদের। ছবি : সংগৃহিত।
ফাইনালে রান খরা ছিল কুমিল্লার ব্যাটারদের। ছবি : সংগৃহিত।

১৯ তম ওভারে তিন ছক্কা মারলেন আন্দ্রে রাসেল। তার মধ্যে একটি গ্যালারির দ্বিতীয় তলায় গিয়ে পড়ে। মিরপুরে স্টেডিয়ামের ইতিহাসে অন্যতম বড় ছক্কা। শেষ ওভারটিতে রাসেল তাই কি করবেন সেটাই ছিল চিন্তা। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিন যা দেখালেন তা অবিশ্বাস্য।

শেষ ওভারে একটিও চার-ছক্কা হজম করেননি, ৬ রান দিয়েছেন মোট। তিনটি ওয়াইড, একটি নো বল ও দুটি সিঙ্গেল। টানা ইয়র্কারের ছুঁড়ে আটকে রেখেছেন রাসেলকে। ওই ওভারের জন্য ফরচুন বরিশালের বিপক্ষে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি।

ষষ্ঠ উইকেটে রাসেল-জাকের আলি জুটি ২১ বলে ৩৯ রান তোলে। এক ওভারে নেয়া ২১ রানই তাদের জুটিতে সর্বোচ্চ। ওই ওভারটি না হলে দেড়শ পার করাও কঠিন হতো কুমিল্লার জন্য। কারণ ইনিংসে ত্রিশোর্ধ্ব মাত্র দুটি জুটি গড়তে পেরেছে দলটির ব্যাটাররা।

তিন ছক্কায় বড় কিছুর ইঙ্গিত দিলেও রাসেল ১৪ বলে ২৭ রানের বেশি করতে পারেননি। এছাড়া জনসন চার্লস, মঈন আলি, লিটন দাসরা ফাইনালে ব্যর্থ হলে বড় স্কোর গড়তে বিফল হয় কুমিল্লা।

ফাইনালের শুরুটা নাটকে ভরা হয়েছিল। প্রথম ওভারে কাইল মায়ার্সের ওভারে ফাইন লেগে সুনিল নারিনের ক্যাচ ফেলেন ওবেদ ম্যাককয়। ব্যাট-বোলার-ফিল্ডার সবাই উইন্ডিজের। ওই সুযোগটা পেয়েও কাজে লাগানো হয়নি নারিনের। ওই ওভারেই দুই বল পর সেই ওবেদের হাতে ধরা পড়েন মায়ার্সের বলেই। এবার শর্ট ফাইন লেগে অসম্ভব ক্যাচ নেন ম্যাককয়।

শুরুর এই উত্তেজনা অবশ্য পুরো ইনিংসে আর দেখা যায়নি। বরিশালের মায়ার্স ও তাইজুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝের ওভারগুলোতে খুব বেশি এগোতে পারেনি কুমিল্লা। লিটন দাস ১৬, তাওহিদ হৃদয় ১৫ ও জনসন চার্লস ১৫ রান করে আটকে যান। বরিশালের দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত পেসার জেমস ফুলার লিটন ও হৃদয়কে তুলে নিয়ে কুমিল্লার রান আটকে দেন।

সহজে রান না আসায় দ্রুত রান তোলা কঠিন ছিল কুমিল্লার জন্য। চাপে পড়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। একপ্রান্ত আগলে মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন। টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে তার রান-বলের ইনিংস অবশ্য কুমিল্লার খুব একটা কাজে আসেনি উইকেট পড়ে যাওয়া থামানো ছাড়া।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত