Beta
বুধবার, ৮ মে, ২০২৪
Beta
বুধবার, ৮ মে, ২০২৪

২৬১ তাড়া করে জিতে পাঞ্জাবের বিশ্বরেকর্ড, ৪২ ছক্কার কীর্তি 

৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থেকে পাঞ্জাবকে জিতিয়েছেন জনি বেয়ারস্টো। ছবি : এক্স
৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থেকে পাঞ্জাবকে জিতিয়েছেন জনি বেয়ারস্টো। ছবি : এক্স

তাহলে কত রান নিরাপদ টি-টোয়েন্টিতে? ২৬১ রান করে যেখানে তৃপ্তির ঢেকুর তোলার কথা। সেখানে পাঞ্জাব কিংসের কাছে হেরেই গেল কলকাতা নাইট রাইডার্স। তাও ৮ বল বাকি থাকতে। টি-টোয়েন্টি ইতিহাসেই এত বেশি রান তাড়া করে জেতার নজির নেই। রীতিমতো অবিশ্বাস্য নজিরই হল শুক্রবারের ইডেনে। অবশ্য এবারের আইপিএলে যা হচ্ছে, তাতে অবিশ্বাস্য নয় কোনও কিছুই!

ম্যাচে ছক্কা হয়েছে ৪২টি, এটাও বিশ্বরেকর্ড। আগের সর্বোচ্চ ছিল ৩৮টি ছক্কা, সেটি এবারের আইপিএলে। গত ২৭ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে ৩৮ ছক্কা মেরেছিল দুই দল।

ইডেনে জনি বেয়ারস্টো ৪৮ বলে ৮ বাউন্ডারি ৯ ছক্কায় অপরাজিত ছিলেন ১০৮ রানে। কলকাতার বোলারদের নিয়ে ছেলেখেলা করে ২৮ বলে ২ বাউন্ডারি ৮ ছক্কায় ৬৮ রানে অপরাজিত ছিলেন শশাঙ্ক সিং। অথচ এই শশাঙ্ককে ভুল করে নিলামে কিনে ফিরিয়ে দিতে চেয়েছিল পাঞ্জাব। বেয়ারস্টোর সঙ্গে ৩৭ বলে ৮৪ রানের জুটি গড়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। গত বছর ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। সেই রেকর্ড ভাঙল পাঞ্জাব।

বেয়ারস্টো সেঞ্চুরি করেছিলেন ৪৫ বলে। প্রবিস্মরণ সিংয়ের সঙ্গে উদ্বোধনী উইকেটে তিনি জুটি গড়েছিলেন ৯৩ রানের। ৬ ওভারে গড়া এই জুটিতেই জয়ের ভিত পেয়ে গিয়েছিল পাঞ্জাব। বেয়ারস্টো শেষ পর্যন্ত ক্রিজে থেকে এনেও দিয়েছেন অবিস্মরণীয় জয়। ইডেনে আসা নাইটদের মালিক শাহরুখ খানের অভিব্যক্তি তখন বোঝাচ্ছিল, এভাবেও ম্যাচ হারা যায়!

এবারের আইপিএলে ২৭২ রানের ইনিংস আছে কলকাতা নাইট রাইডার্সের। সেই স্কোরও ছাড়িয়ে যাওয়ার ভিত এনে দিয়েছিলেন সুনীল নারাইন ও ফিল সল্ট। উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ১৩৭ করেছিলেন দুজন। আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের ৪ ওপেনারই ফিফটি ছড়ানো ইনিংস খেললেন ইডেনে।

শেষ পর্যন্ত কলকাতা থামে ৬ উইকেটে ২৬১ রানে। এবারের আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ, যা এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ। দ্বিতীয় সেরা ২৭৭ রানও হায়দরাবাদের।

শুরুতে জীবন পেয়েছিলেন নারাইন-সল্ট দুজনই। সেই সুযোগ কাজে লাগিয়ে নারাইন খেলেন ৩২ বলে ৯ বাউন্ডারির ৪ ছক্কায় ৭১ রানের ইনিংস। ফিল সল্ট ৩৭ বলে ৬ বাউন্ডারি ৬ ছক্কায় করেন ৭৫।

১৫ ওভার শেষে ২ উইকেটে ১৯০ করেছিল কলকাতা। শেষ ৫ ওভারে ঝড় তোলেন অধিনায়ক শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ার। ১০ বলে ২৮ করে ফেরেন শ্রেয়াস আয়ার। ভেঙ্কটেশ করেন ২৩ বলে ৩৯।

স্যাম কারান ৪ ওভারে দেন ৬০ রান, উইকেট পেয়েছেন ১টি। ৪৫ রানে ২ উইকেট অর্শদ্বীপ সিংয়ের।

প্রায় ২৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে প্রত্যাশা মেটাতে পারেননি তিনি। রান উৎসবের আইপিএলে অকাতরে রান বিলিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। তাই আজ (শুক্রবার) পাঞ্জাব কিংসের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। তবে অফিসিয়ালি জানানো হয়েছে হাত কেটে যাওয়ায় রাখা হয়নি স্টার্ককে। কে জানে, স্টার্ক থাকলে গড়ে দিতে পারতেন কিনা ম্যাচের ভাগ্য?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত