Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
প্রিমিয়ার ফুটবল লিগ

মোহামেডানের আটে দিয়াবাতের পাঁচ

মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে একাই করেছেন ৫ গোল। ছবি: সংগৃহীত।
মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে একাই করেছেন ৫ গোল। ছবি: সংগৃহীত।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব প্রিমিয়ার ফুটবল লিগে হয়ে উঠেছে গোল স্টোরেজ। প্রিমিয়ার লিগের প্রতিটি ক্লাবই কমলা জার্সিদের জালে দিচ্ছে ভুরি ভুরি গোল। সেই ধারবাহিকতায় এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্রাদার্সকে দিয়েছে ৮ গোল।

শনিবার ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৮-০ গোলে জয়ের ম্যাচে মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে একাই করেন ৫ গোল। এছাড়া ১টি করে গোল করেছেন শাহরিয়ার ইমন, জুয়েল ও টনি।

ম্যাচের ৩৩ মিনিটে মোহামেডান এগিয়ে যায় প্রথম।  মোজাফফরভের লম্বা পাসে বক্সের ভিতরে শাহরিয়ার ইমন ফাঁকায় নিচু শটে করেন ১-০। ইমানুয়েল সানডের ক্রসে দিয়াবাতে দারুণ এক প্লেসিংয়ে ২-০ করেন ৪৩ মিনিটে। বিরতির খানিক আগে তিন ডিফেন্ডারকে কাটিয়ে  দিয়াবাতে করেন ৩-০।  

মোহামেডানের ফুটবলারদের গোল উদযাপন। সাদা-কালোরা এভাবেই বার বার আনন্দ করেছে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচে। ছবি: সংগৃহীত।

বিরতির পর মোহামেডান খেলেছে আরও আক্রমণাত্মক ফুটবল। সেই সুযোগে ৬৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে ৪-০। ৭২ মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন দিয়াবাতে। এরপর ৭৫ মিনিটে জুয়েল মিয়া স্কোরলাইন করেন ৬-০। ৮৭ মিনিটে ইমানুয়েল টনি করেন সপ্তম গোল করেন। ৮৯ মিনিটে দিয়াবাতে ৮-০ করে ব্রাদার্সকে বড় লজ্জায় ফেলেন। সব মিলিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার মুকুটও এখন দিয়াবাতের মাথায়। তিনি করেছেন ১৩ গোল।

লিগে ১২ ম্যাচে সপ্তম জয়ে ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আবারও অবনমনের শঙ্কায় ব্রাদার্স ইউনিয়ন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত