Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মেসি-হলান্ডকে পেছনে ফেলে লরিয়াস অ্যাওয়ার্ড জোকোভিচের

www

গত মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। এতে গুরুত্বপূর্ণ অবদান আর্লিং হলান্ডের। লিওনেল মেসি জিতেছিলেন ব্যালন ডি’অর। ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস অ্যাওয়ার্ড-এ এই দুজনের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন নোভাক জোকোভিচ, নোহা লাইলস, মন্ডো ডুপলান্টিসরা।

সবাইকে পেছনে ফেলে সেরাদের সেরা হলেন টেনিস কিংবদন্তি জোকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। এই পুরস্কার পাঁচবার জিতেছেন রজার ফেদেরারও।

 মেয়েদের সেরার পুরস্কারটা জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে স্পেন নারী ফুটবল দল।  লরিয়াসের ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহাম।

মেয়েদের সেরার পুরস্কারটা জিতেছেন স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতি।

স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড গেছে রাফায়েল নাদাল ফাউন্ডেশনে আর কামব্যাক অব দ্য ইয়ার হয়েছেন সিমোনা বাইলস। মাদ্রিদে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলো।

মাদ্রিদে পুরস্কারটা নিয়ে আবেগি হয়ে পড়েছিলেন জোকোভিচ, ‘‘২০১২ সালে প্রথমবার এটা পেয়েছিলাম। পঞ্চমবার পেলাম ২০২৪-এ। অনুভূতি সেই আগের মতই। পাঁচবার সেরাদের সেরা হতে পারাটা বিশেষ কিছু।’’

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করেছিলেন জোকোভিচ। উইম্বলডনে হয়েছিলেন রানার্সআপ। স্বীকৃতি পেলেন এরই।

জুড বেলিংহাম জিতেছেন ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দা ইয়ার’ পুরস্কার ।

মেয়েদের ফুটবলে গত বছর প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেন।  টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল পেয়েছিলেন আইতানা বনমাতি। বার্সেলোনার হয়ে  লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। এবার তিনি জিতলেন লরিয়াস অ্যাওয়ার্ডও।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত