Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ইউপি চেয়ারম্যানদের উপজেলা ভোট : আপিলে যাবে ইসি

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব জাহাংগীর আলম। ছবি : সকাল সন্ধ্যা
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি সচিব জাহাংগীর আলম। ছবি : সকাল সন্ধ্যা

দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ না করে উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে উচ্চ আদালতে যান তারা, সেখানে রিটার্নিং কর্মকর্তার আদেশ স্থগিত করে দেওয়া হয়।

ফলে ইউপি চেয়ারম্যানের পদ না ছেড়েই এই দুজনের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলে যায়।  

তবে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান ইসি সচিব জাহাংগীর আলম।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে এই সভা হয়।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসি সচিব। সেখানে দুই প্রার্থীর বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “এই মামলার আদেশের কপি আমরা এখনও পাইনি। যদি পাই, তবে কমিশনের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে।”

এছাড়া পার্বত্য জেলাগুলোয় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিশেষ করে হেলিসাপোর্ট কেন্দ্র রয়েছে যেসব জেলায়, সেখানে নির্বাচনী দায়িত্ব পালনের সম্মানী ভাতা তিন দিনের সঙ্গে আরও দুইদিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কমিশন বলেছে যেসব জেলায় পৌঁছাতে হেলিসাপোর্ট প্রয়োজন পড়ে, যাওয়া-আসায় অনেক সময় লাগে সেখানে ভাতা বাড়িয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”

গোয়েন্দা প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পার্বত্য জেলাগুলোর ভোটে আমরা বিশেষ সতর্কতা নেব। এছাড়া বান্দারবানের উপজেলাগুলোর নির্বাচন বন্ধের কথা আমরা আগেই জানিয়েছি।”

উপজেলা ভোটে ইউনিয়ন পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রত্যেক উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। কোনও জেলায় যদি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন হয়, তাও দেওয়া হবে।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা বলেছেন, যেহেতু ভোটের দিন সকাল বেলা ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোট কেন্দ্রে যাবে, সেক্ষেত্রে অতিরিক্ত বাজেট লাগতে পারে। কমিশন সেই বিষয়টি বিবেচনা করবে বলেও আশ্বস্ত করেছে, জানান সচিব।

উপজেলা ভোটে মাঠ প্রশাসনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত নিরপেক্ষ থাকার কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু উপজেলা নির্বাচনে প্রার্থী বেশি থাকা মাঠ প্রশাসনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেয়ার অনুরোধ করেছেন।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত