কাতার বিশ্বকাপে ৭ গোল করেছিলেন লিওনেল মেসি। এর ৪টি পেনাল্টিতে। পেনাল্টিতে ১টি করে গোল করেছিলেন ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালের মত মঞ্চে। গ্রুপ পর্বে স্পট কিক থেকে গোল করেন সৌদি আরবের বিপক্ষে।
ফ্রান্সের বিপক্ষে ফাইনাল শেষে কেটে গেছে ৪৮৯ দিন। এর মধ্যে জাতীয় দল বা ক্লাবের হয়ে আর পেনাল্টি গোল ছিল না মেসির। আজ (রবিবার) ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ৩-১ গোলে জয়ের ম্যাচে স্পট কিক থেকে গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর।
আসলে ম্যাচটাই ছিল মেসিময়। তিনি করেছেন জোড়া গোল। অ্যাসিস্টও ছিল একটি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। ১০ ম্যাচ শেষে মায়ামির পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলা নিউ ইয়র্ক রেড বুলসের পয়েন্ট ১৬।
জোড়া গোলে আরেক চূড়ায় মেসি। পেশাদার ক্যারিয়ারে তার গোল এখন ৮৩০টি। এই মাইলফলকে দ্রুততম পৌঁছানোর রেকর্ডটাও মেসির। ৮৩০ গোলে পৌঁছতে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে তিনি ম্যাচ কম খেলেছেন ১০০টি।
ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে মায়ামি। শুরুর এই ধাক্কা অবশ্য দ্রুতই কাটিয়ে ওঠে তারা। ১১ মিনিটে মেসির গোলে সমতায় ফিরে তারা। ন্যাশভিলে গোলকিপার এলিয়ট পানিক্কোর দুর্বল শট বক্সের কাছে পেয়ে লুই সুয়ারেস দিয়েছিলেন মেসিকে, যা জালে জড়াতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।
Lionel Messi has achieved a new milestone in football history by becoming the fastest player to score 830 goals, surpassing Cristiano Ronaldo's record by reaching this feat in 100 fewer games pic.twitter.com/XGQRPlzPfU
— Fabrizio Romano (Parody) (@fabrizoromanoz) April 21, 2024
২০১৬ সালের পর প্রথমবার এমএলএসের কোনও ফুটবলার মৌসুমের প্রথম ছয় ম্যাচেই গোল করলেন।
১৩ মিনিটে মেসির শট ফিরে আসে পোস্টে লেগে। ৩৯ মিনিটে মেসির কর্নারে মাথা ছুঁইয়ে ব্যবধান ২-১ করেন তার বার্সার সাবেক সতীর্থ সের্হিহো বুসকেতস। ৮১ মিনিটে মেসির পেনাল্টি ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে মায়ামি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মেসির গোল এখন ৯টি, সহায়তা করেছেন ৮ গোলে।