Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

২০১৬ আইপিএলে দেখা স্বপ্ন এবার পূরণ হয়েছে মোস্তাফিজের

মোস্তাফিজ-০৫১

মোস্তাফিজুর রহমানের আইপিএল অভিযান শুরু হয়েছিল ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চমক দেখিয়ে জয় করে নিয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়। দলটির হয়ে আইপিএল শিরোপা স্বাদও পেয়েছেন মোস্তাফিজ। এরপর আরও তিনটি দল পাল্টেছেন তিনি, তবে নিজের প্রথম আইপিএল থেকেই স্বপ্ন দেখছেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার। অবশেষে এবার সেই স্বপ্নটা পূরণ হয়েছে তার।

চেন্নাইয়ের জার্সিতে এবারের আইপিএলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে নতুন ঠিকানায় নিজের আবির্ভাবের জানান দেন। হয়ে ওঠেন মহেন্দ্র সিং ধোনি-রুতুরাজ গায়কোয়াড়দের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবার এই ফ্র্যাঞ্চাইজিতে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশি পেসার জানালেন, চেন্নাইয়ের হয়ে খেলতে কতটা মুখিয়ে ছিলেন তিনি।

মোস্তাফিজ বলেছেন, “এটা চেন্নাইয়ে আমার প্রথম মৌসুম। আইপিএলে প্রথম খেলেছিলাম ২০১৬ সালে। সেই সময় থেকে চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন ছিল। চেন্নাই সুপার কিংসে যখন আমি ডাক পাই, অবস্থা এমন ছিল যে ওই রাতে ঘুমই আসছিল না।”

আইপিএল নিলামে ডাক পাওয়ার সেই সময়ের বর্ণনা দিলেন তিনি এভাবে, “ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম (বাংলাদেশের হয়ে সিরিজ খেলতে)। পরের দিন আমাদের খেলা ছিল। আইপিএল নিলাম যখন শুরু হয়, তখন ওখানে (নিউজিল্যান্ডে) অনেক রাত। ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম, এরপর থেকে মেসেজের পর মেসেজ। চেন্নাই দলে সুযোগ পাওয়ায় সবাই অভিনন্দনের বার্তা পাঠাচ্ছিল।”

চেন্নাইতে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন ধোনিকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে কী হয় তার, এমন প্রশ্নে মোস্তাফিজ বলেছেন, “বোলিং নিয়েই তার সঙ্গে বেশি কথা হয়। এর বাইরে কম কথা হয়। মাঠে টুকটাক কথা হয়, কোনটা করলে কী হয়। মাহি ভাই (ধোনি) এসেই আমাকে বলেন- এটা করলে ভালো হবে।”

একই সঙ্গে চেন্নাইয়ে সাফল্যের রহস্যও জানিয়েছেন বাংলাদেশি পেসার, “জাতীয় দলে যেমন সবাই অনেক ফ্রেন্ডলি, এখানেও তাই। এখানে আসার পর যে আমার অস্বস্তিবোধ হওয়া, তেমন কিছু মনে হয়নি। আমার মনে হয় এটা অনেক বড় বিষয়। মাহি ভাই, কিছু ফিল্ডিং সেটআপ- ডেথ ওভারে (ডোয়াইন) ব্রাভো যে সেটআপের কথা বলেছিলেন, আমার এই জিনিসগুলো খুব কাজে লেগেছে।”

টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকরী বোলার মোস্তাফিজ। গত কয়েক বছরে এই ফরম্যাটের বিশ্বের অন্যতম সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অথচ তিনি নিজে টি-টোয়েন্টি ম্যাচ খুব একটা দেখেন না! খেলা দেখা প্রসঙ্গে বাঁহাতি পেসারের বক্তব্য, “বরাবরই আমি খেলা একটু কম দেখি। খেলতে পছন্দ করি, তবে খেলা দেখা হয় কম। তবে আমার মনে হয় খেলা দেখাটা দরকার। আমি দেখলে শেষের ৪ ওভার দেখি। বোঝার চেষ্টা করি ব্যাটার কোন দিকে মারছে কিংবা কী করছে। এগুলো বেশি দেখি। তাছাড়া পুরো ম্যাচ, মানে ‍পুরো ৪০ ওভার দেখি খুব কম।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত