Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মাঝের ওভারে রান তোলায় শুধু আফগানিস্তানের ওপরে পাকিস্তান

মাঝের ওভারগুলোতে চাহিদা অনুযায়ী রান পাচ্ছে না পাকিস্তান। ছবি: টুইটার
মাঝের ওভারগুলোতে চাহিদা অনুযায়ী রান পাচ্ছে না পাকিস্তান। ছবি: টুইটার

হতে হতেও হলো না। ইমাদ ওয়াসিমের ব্যাটিং-তাণ্ডবে জয়ের কাছে গিয়েও পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৪ রানে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেছে কিউইরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। ওপেনার টিম রবসনের হাফসেঞ্চুরি (৩৬ বলে ৫১) এবং টম ব্লান্ডেল (১৫ বলে ২৮) ও ডেন ফক্সক্রফটের (২৬ বলে ৩৬) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে সফরকারীরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের ৪৫ বলে করা ৬১ রান কিংবা শেষ দিকে ইমাদের ১১ বলে খেলা হার না মানা ৩৩ রানেও জিততে পারেনি পাকিস্তান।

মাঝের ওভারগুলোতে রান তুলতে না পারাটাই বেশি ভোগাচ্ছে পাকিস্তানকে। শুরু ও শেষের পারফরম্যান্স সবসময়ই সন্তোষজনক, কিন্তু মাঝের ওভারগুলোতে গিয়ে মন্থর ব্যাটিং করতে থাকে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ থেকে ১৫ ওভার সময়কালে পাকিস্তানের রান তোলার গড় মোটেও সুবিধার নয়।

জিম্বাবুয়েকে বাদ দিলে আইসিসির যে ১১টি পূর্ণ সদস্য দেশ আছে, ৭ থেকে ১৫ ওভার- এই সময়ে তাদের মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে বেশি রান তুলতে পেরেছে পাকিস্তান।

মাঝের ওভারগুলোতে পাকিস্তানের রান তোলার গড় ৭.৩০। তাদের নিচে থাকা আফগানিস্তান ৭ থেকে ১৫ ওভারে রান তুলেছে ৭.০১ গড়ে। এই জায়গায় বাংলাদেশের অবস্থানও পাকিস্তানের ওপরে, লাল-সবুজ জার্সিধারীদের টি-টোয়েন্টির মাঝের ওভারগুলোতে রানের গড় ৭.৩৬।

সবার ওপরে অস্ট্রেলিয়া (৯.৭৫)। পরের দুটি জায়গায় যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৯.৩৫) ও ভারত (৮.৯৭)।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত