Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

বিশ্বকাপের শুভেচ্ছা দূত যুবরাজ

bbb

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি  বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এবারের বিশ্বকাপে শুভেচ্ছাদূত হিসেবে আইসিসি জানিয়েছিল ক্রিস গেইল ও উসাইন বোল্টের নাম। তাদের সঙ্গে যোগ দিলেন যুবরাজ সিংও। আজ (শুক্রবার) বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে আইসিসি জানিয়েছে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজের নাম।

২০০৭ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল যুবরাজের। ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে টানা ৬ ছক্কাও মেরেছিলেন তিনি।

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে সেই স্মৃতিচারণই করলেন যুবরাজ, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার কিছু স্মরণীয় মুহূর্ত আছে। এর অন্যতম এক ওভারে ছয় ছক্কা মারা। ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত একটা জায়গা। যুক্তরাষ্ট্রেও ক্রিকেট সম্প্রসারিত হচ্ছে, বিশ্বকাপের মধ্য দিয়ে সেই সম্প্রসারণের অংশ হতে পেরে রোমাঞ্চিত আমি।’’

ভারতীয় দল নিয়ে যুবরাজ জানালেন, ‘‘জাসপ্রিত বুমরা আছে, লেগ স্পিনে যুযবেন্দ্র চাহাল আছে। শিভব দুবের সুযোগ পাওয়া উচিত। তবে আমার মনে হয় সূর্যকুমার যাদব পার্থক্য গড়ে দিতে পারে এবার।’’

রোহিত শর্মা-বিরাট কোহলিকে নিয়ে যুবরাজ জানালেন, ‘‘এই দুজন ভারতের কিংবদন্তি। ওদের অধিকার আছে যখন খুশি অবসর নেওয়ার। তবে এই বিশ্বকাপের পর ভারতীয় দলে অনেক তরুণ দেখতে চাই আমি, যারা পরের বিশ্বকাপের জন্য তৈরি হবে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত